Microsoft Access নিয়ে কিছু কথা এবং এর সাধারন ধারনা।


সাধারণত ডাটাবেজ প্রোগ্রাম বা সফটওয়্যার হিসাবে মাইক্রোসফট  একসিস (Microsoft access)- চিহ্নত করা হলেও শুধু ডাটাবেজ সফটওয়্যার বললে এর পরিপূর্ণ ব্যাখ্যা দেয়া সম্ভব নয়সত্যিকার অর্থে মাইক্রোসফট একসিস হলো এক ধরনের শক্তিশালী ডাটা প্রসেসিং সফটওয়্যার ডাটা সংক্রান্ত (তথ্য বা সংখ্যাভিত্তিক ) সবধরনের কর্ম কান্ডের জন্য মাইক্রোসফট একসিসের উপর নির্ভর করা যায়এই কারণে বিশ্বজুড়ে বিভিন্ন ব্যাংক, শিল্প কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান,স্কুল কলেজ সাধারণ বা জটিল ডাটা সংক্রন্ত নানা ধরণের কাজে মাইক্রোসফট একসিসকে ব্যবহার করা হচ্ছে
অনেকের ধারনা-মাইক্রোসফট একসিস জানার জন্য কম্পিউটার প্রোগ্রামিং-এর ছাএ হওয়া প্রয়োজন বা কম্পিউটার প্রোগ্রামিং সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন এইসময় ডাটা প্রসেসিং কাজের জন্য এই ধরণের কথাই প্রচলিত ছিলকিন্তু এখন এই ধারনা একেবারেই সেকেলেকারণ , মাইক্রোসফট একসিস পরিপূর্ণ ভাবে শেখার জন্য ডাটা ডিজাইন এবং ডাটা এ্যানালাইসিস সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকলেই যথেষ্ঠআর এই জ্ঞান প্রায় সব ধরনের মানুষের মধ্যেই বিকশিত হতে পারে সঠিক অনুশীলনের মাধ্যমেসেই সাথে কম্পিউটার সম্পর্কে সাধারণ জ্ঞান তো থাকতে হবে
Share this article :

একটি মন্তব্য পোস্ট করুন

Ads Inside Post

Ads by Maasranga computer - mAds